বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ১ লক্ষ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ৬ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ১ লক্ষ টাকা জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ঔষধ বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স।

মঙ্গলবার (৬ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে টাস্ক ফোর্স।

এসময় আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে আনান মেডিকেল হল নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত নারায়ণগঞ্জ জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মো: সেলিমুজ্জামান জানান, আনান মেডিকেল হলে অভিযান মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ঔষধ, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভিসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় অভিযানে জেলা পুলিশ লাইন ও আড়াইহাজার থানা পুলিশের একটি টিম এবং জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন উপস্থিত ছিলেন।