শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভ্রাম্যমান আদালতে অভিযানের খবরে বন্ধ হলো দোকানপাট, জরিমানা ১১ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫২, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২৩:০১, ২৪ নভেম্বর ২০২৪

ভ্রাম্যমান আদালতে অভিযানের খবরে বন্ধ হলো দোকানপাট, জরিমানা ১১ হাজার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার গোপালদী বাজারে অভিযান চালিয়ে দুই দোকানকে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে অভিযান শুরু হলে অভিযানের খবর পেয়ে পুরো বাজারের প্রায় সকল দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা।

অভিযানে মুসলিম সুইটস নামে একটি দোকানকে ১ হাজার ও কবির স্টোরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথির নেতৃতে অভিযানে আরো উপস্থিত ছিলেন গোপালদী তদন্ত কেন্দ্রে উপ পরিদর্শক আতিকুর রহমান, প্রকৌশলী ইব্রাহীম, পৌরসভার হিসাবরক্ষন আব্দুর রহমান,

অভিযান চলাকালীন অন্তত অর্ধশতাধিক দোকানকে সতর্ক করা হয়। দ্রব্যমূল্য টানানো, ভেজাল না দেয়া, অতিরিক্ত মূল্য আদায় না করা ও মেয়াদোত্তীর্ণ কোন পন্য বিক্রি না করতে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি জানান, দ্রব্যমূল্য না টানানো, অতিরিক্ত দাম নেয়া ও ভেজাল বিক্রি বন্ধে তাদেরকে সতর্ক করা হয় ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যহত থাকবে।