মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গ্রামবাসীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৪, ৫ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে গ্রামবাসীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনীতে নিহত আন্ত:জেলা ডাকাতদলের সদস্য  মুকুলের অনুসারীরা বেশ কয়েকজন গ্রামবাসীদের বাড়িঘরে উপর হামলা করেছে। হামলায় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট জালিয়েছে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। রোববার  ৩টার  দিকে উপজেলার  মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এই হামলা ও ভাংচুর করেছে। 

স্থানীয়রা জানায়, গত শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় চারশ’ থেকে পাঁচশ’ স্থানীয় লোকজন ডাকাতদলকে ঘেরাও করে। ৭/৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে আটক করে উত্তেজিত গ্রামবাসী গণপিটুনী দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন নিহত মুকুল আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় ৪ ডাকাতি ও একটি বিশেষ আইনে মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর জের ধরে নিহত মুকুলের অনুসারীরা রোববার জোগারদিয়া এলাকায় অতর্কিতভাবে বেশ কয়েকজন গ্রামবাসীর বাড়িঘরে হামলা শুরু করে। এসময় ওই গ্রামের রেজাউল করিমের বসতবাড়ি ও টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে প্রায় তিন আখ টাকা মালামাল ক্ষতিসাধন হয় বলে রেজাউল দাবী করেন। এছাড়াও ওই গ্রামের হিমেল মিয়া, আবু সিদ্দীক ও সোহেল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। 

আড়াইহাজার থানার ওসি  এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ্ই গ্রামে গ্রুপিং থাকার কারণে এই ঘটনা ঘটেছে। আমরা ব্যবস্থা নিব।