মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের  অভিযানে অবৈধ মাটি উত্তোলন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৯, ৮ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের  অভিযানে অবৈধ মাটি উত্তোলন বন্ধ

ভ্রাম্যমান আদালত

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ভাবে মাটি উত্তোলন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় হাড়িধোয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। 

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, দীর্ঘ দিন ধরে খাগকান্দা ইউনিয়নের কিছু লোক অবৈধ ভাবে হাড়িধোয়া নদী থেকে ড্রেজার বসিয়ে মাটি ও বালু বিক্রি করে আসছে। এলাকাবাসীর মাধ্যমে এই অভিযোগ পেয়ে মাটি উত্তোলন বন্ধ করা হয়। এই সময় মাটি উত্তোলন কারীরা পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের মাটি কাটার ফলে এলাকা নদী ভাঙ্গন ও ফসলি জমি নদীতে বিলীন হতে পারে। যদি আবারও মাটি উত্তোলন করা হয়। তবে জনসাধারণ তা প্রতিহত করবে।