মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন আড়াইহাজারের ড. গোলাম কিবরিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৩, ১২ জানুয়ারি ২০২৫

মওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন আড়াইহাজারের ড. গোলাম কিবরিয়া

ফাইল ছবি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকার পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনারম্বরঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শেখ মো: আমির হামজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি মীর হাসমত আলী। সাবেক সচিব- ড. মোহাম্মদ জকরিয়াপ্রমুখ। ড. মো: গোলাম কিবরিয়া, পীর সাহেব, খানকায়ে শামছিয়ায়ে চিশতিয়া, আড়াইহাজার,নারায়নগঞ্জ, চেয়ারম্যান- মাওলানা মো: আ: জাব্বার চিশতি মেমোরিয়াল ট্রাস্ট, সভাপতি- রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসা, সাবেক অধ্যক্ষ সাতারকুল নুর মোহাম্মদ সিনিয়র মাদরাসা, সাবেক মুহাদ্দিসমহাখালী কামিল মাদরাসা, আরো বহু সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। মুসলিমনিকাহ রেজিস্টার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করার সম্মাননা হিসেবে এ এওয়ার্ড প্রদান করা হয়ে। অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের জিগাতলা এলাকার নিকাহ রেজিস্ট্রার বা কাজী। ড. গোলাম কিবরিয়া নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা মো: আ: জাব্বার চিশতিশাজলী ও পুরস্কার প্রাপ্ত রত্নগর্ভা  মা মরিয়ম আফিফার ৫ম আলেম পুত্র। া