
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে দুই বাড়িতে তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ঝাউগড়া এলাকার নজরুল ইসলামের বাড়ি ও বাড়ৈপাড়া এলাকার আমিনুল ইসলামের সাইজিং এন্ড টেক্সটাইল মিলসের অফিসে এ ডাকাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ মার্চ) মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনাগুলো ঘটে।
গতরাত ২ টার দিকে আড়াইহাজার থানাধীন ঝাউগড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে নজরুল ইসলামের বসত বাড়ীতে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত একতলা বাড়ির কেচি গেটের তালা কেটে এবং সাবল দিয়ে রুমের দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। এসময় তারা দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে এবং নজরুল ইসলামের হাত গামছা দিয়ে বেধে বিছানার উপর বসিয়ে রাখে।
এসময় ডাকাতরা সবাল দিয়ে স্টিলের আলমারি এবং কাঠের ওয়ার্ডড্রব এর তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকা ও স্বর্ণের আংটি কানের দুল, চেইন সহ মোট অনুমান ৬ ভরি স্বর্ণালংকার দুটি বাটন মোবাইল ডাকাতি করে নিয়ে যায়।
এসময় একই বাসার ভাড়াটিয়া রেজাউলের ছেলে শামীমের (৩৫) বাসা থেকে স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ মোট ১০ আনা স্বর্ণালংকার শামীমের ব্যবহৃত একটি স্মার্ট ফোন ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।
নজরুল জানান, ডাকাতদের পরনে শর্ট প্যান্ট এবং বিভিন্ন রংয়ের হাফ হাতা গেঞ্জি পরা ছিল। তাদের বয়স আনুমানিক ২৫-৩৫ বছরের মধ্যে হবে। ডাকাতি কালিন সময়ে ডাকাতরা' এই চুপ করো কথা বললে মেরে ফেলবো' এই কথাগুলো ব্যবহার করে। ডাকাতি করে ডাকাতরা অনুমান ২ টা ২০ মিনিটের সময় চলে যায়।
দ্বিতীয় ঘটনাটি ঘটে আড়াইহাজার থানাধীন ছোট বাড়ৈপাড়া এলাকার আমিনুল ইসলাম এর সাইজিং এন্ড টেক্সটাইল মিলস সংলগ্ন অফিস কক্ষে।
রাত আনুমানিক ৩টার দিকে মিলে প্রায় ১০/১২ জনমুখোশধারী অজ্ঞাত নামা ডাকাত অফিস রুমের কাঠের দরজা সাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় অফিস রুমে থাকা স্টিলের আলমারি লোহার সাবল দিয়ে ভেঙ্গে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মনিটর এবং রেকর্ডিং মেশিন নিয়ে যায়। ডাকাতদের বয়স অনুমান ২৩-২৭ বছরের মধ্যে। সকলে কালো মুখোশ পড়া এবং দেশিয় অস্রে সজ্জিত ছিলো। ডাকাতি করে ডাকাতরা অনুমানিক ৩ টা ১৩ মিনিটের সময় চলে যায় বলে সিসি ক্যামেরায় দেখা যায় যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।