মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বইমেলায় মীর আব্দুল আলীমের স্বপ্ন দেখি রোজ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৮, ১৪ মার্চ ২০২২

বইমেলায় মীর আব্দুল আলীমের স্বপ্ন দেখি রোজ বইয়ের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন

অমর একুশে বই মেলায় লেখক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের লেখা কাব্যগ্রন্থ্য ’স্বপ্ন দেখি রোজ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

গত শনিবার রাতে বাংলা একাডেমীর বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান। 

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অমর একুশে বইমেলার ভাষা শহীদ মুক্তমে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কবি প্রদীপ মিত্রসহ আরো অনেকে। বইটি প্রকাশ করেছে কাব্যকথা প্রকাশন।