মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নজরুল জন্মজয়ন্তি উপলক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৫, ২৬ মে ২০২২

নজরুল জন্মজয়ন্তি উপলক্ষে আলোচনা সভা

আলোচনা সভা

নারায়নগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা শিল্পকালা একাডেমির যৌথ আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তি উপলক্ষে একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ,আবৃত্তি, নজরুল সংগীতের অনুষ্ঠান আয়োজন করা হয়। 

প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রহিমা আক্তার। 

আলোচনায় অংশ গ্রহন করেন নারায়নগঞ্জ কলেজের অধ্যক্ষ ড,ফজলুল হক রুমন রেজা,নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,জেলা কালচারাল অফিসার রুনা লায়লা,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা আক্তার। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল ছিলেন বিদ্রোহের কবি।মাত্র ২২বছর তার সাহিত্য চর্চ্চার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরনা যুগিয়েছে নজরুলের গান এবং কবিতা। তারা বলেন নজরুলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নিয়ে এসে তাকে নাগরিকত্ব প্রদান করে একজন নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। 

পরে নারায়নগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পীরা আবৃত্তি ,গান এবং নৃত্য পরিশেন করেন।