বেড়ালছানা বেড়ালছানা
একটু কাছে এসো
চুপটি মেরে আমার পাশে
খুশি হয়ে বসো।
সেদিন আমি রাগ করেছি
আর আমি মারবো না
তোমার কান্নায় কাতর আমি
তোমার সঙ্গে পারবো না।
এখন থেকে মিলেমিশে
সঙ্গে সঙ্গে থাকবো
ঝগড়াঝাটি আর হবে না
নতুন স্বপ্ন আঁকবো।
নারায়ণগঞ্জ পোস্ট