মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিড়াল ছানা | আবু আফজাল সালেহ

প্রকাশিত: ০৪:২৫, ২২ মে ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

বিড়াল ছানা | আবু আফজাল সালেহ

বেড়ালছানা বেড়ালছানা
একটু কাছে এসো
চুপটি মেরে আমার পাশে
খুশি হয়ে বসো।

সেদিন আমি রাগ করেছি
আর আমি মারবো না
তোমার কান্নায় কাতর আমি
তোমার সঙ্গে পারবো না।

এখন থেকে মিলেমিশে
সঙ্গে সঙ্গে থাকবো
ঝগড়াঝাটি আর হবে না
নতুন স্বপ্ন আঁকবো।

নারায়ণগঞ্জ পোস্ট