শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কর কমিশনারের সাথে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নবাগত কমিটির পরিচিতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২২

কর কমিশনারের সাথে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নবাগত কমিটির পরিচিতি সভা

পরিচিতি সভা

কর অঞ্চল- নারায়নগঞ্জ এর কমিশনার ও কর্মকর্তাবৃন্দের সাথে নারায়নগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন ২০২২-২০২৩ এর নব নির্বাচিত কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা কমিটির পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  কর অঞ্চল-নারায়ণগঞ্জের কমিশনার অনিমেষ রায় ও যুগ্ম কর কমিশনার নাসেরুজ্জামান। বক্তব্যে নবনির্বাচিত কমিটির জন্য সফলতা কামনা করে অনিমেষ রায় প্রত্যাশা করেন রাজস্ব আদায়ে এবং কর দাতাদের উন্নত সেবা দিতে কর অঞ্চল ও বার সম্মিলিত ভাবে কাজ করে যাবেন।

নারায়নগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন বারের নব নির্বাচিত প্রেসিডেন্ট ননী গোপাল দাস, সাধারন সম্পাদক অ্যাড. মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ বজলুর রহমান, আলহাজ¦ আবু বকর সিদ্দিক, ড. মুহম্মদ ওসমান গনী, হাজী মোঃ রুহুল আমিন, অজয় কিশার মোদক, মোঃ আবদুল জলিল দেওয়ান ও রতন কানতি ধর। উক্ত সভায় বার এন্ড ব্যাঞ্চের সফলতা ও আয়কর রিটার্ন জমার পরে দ্রুত আয়কর রিটার্ণ প্রাপ্তি স্বীকার পত্র প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।