মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সর্বোচ্চ ভ্যাটপ্রদানকারী প্রবীর কুমার সাহাকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২১:৪৫, ৬ এপ্রিল ২০২৪

সর্বোচ্চ ভ্যাটপ্রদানকারী প্রবীর কুমার সাহাকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান

ফাইল ছবি

ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, অঞ্চল (পূর্ব), এর অধীনে নরসিংদী জেলায় ড্রীম হলিডে পার্ক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছেন।
 
গতকাল ১৩ ডিসেম্বর বুধবার ঢাকা পূর্ব অঞ্চলের ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্টান ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা-কে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে পূর্ব অঞ্চলের কমিশনার ভ্যাট ও কাষ্টমস্ মোঃ জাকির হোসেন এই সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেন।
 
এর আগে ১২ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ জেলায় ২০২২-২৩ সবোর্চ্চ আয়কর প্রদানকারী (মহিলা) ক্যাটাগরিতে ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহার সহধর্মীনি রত্মা সাহা’র শ্রেষ্ঠ করদাতা হওয়ায় তার পক্ষে ক্রেষ্ট গ্রহন করেন তাদের কন্যা রাত্রি সাহা।