মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্যামলী পরিবহন আভ্যন্তরিন ও আন্তর্জাতিক এসি নন এসি বাস সার্ভিস উদ্ধোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২২

শ্যামলী পরিবহন আভ্যন্তরিন ও আন্তর্জাতিক এসি নন এসি বাস সার্ভিস উদ্ধোধন

বাস সার্ভিস উদ্ধোধন

চাষাড়া রাইফেল ক্লাবের উল্টোদিকে এসপি শ্যামলী পরিবহন আভ্যন্তরিন ও আন্তর্জাতিক এসি নন এসি বাস সার্ভিস উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বিকেলে চাষাড়া রাইফেল ক্লাবের উল্টোদিকে এসপি শ্যামলী পরিবহন আভ্যন্তরিন ও আন্তর্জাতিক এসি নন এসি বাস সার্ভিস উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, নিলফামারি, বগুরা, নওগা, রাজশাহী,চাপাই,কুড়িগ্রাম, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী, বুড়িঙ্গামারি, কুষ্টিয়া, মেহেরপুর, শৈলকুপা, চিটাগাং, কক্সবাজার,বান্দরবন,টেকনাফ,খাগড়াছড়ি,সিলেট,সুনামঞ্জ,জাফলং, ঢাকা-যশোর, বেনাপোল, কোলকাতা, আগরতলা, শিলিগুড়ী, শিলং,গুহাটি সহ দেশের বিভিন্ন জেলার বাস সার্ভিস এর এসপি শ্যামলী পরিবহন কাউন্টার ফিতা কেটে উদ্ধোধন করেন এসপি শ্যামলী পরিবহন এর এমডি রমেশ চন্দ্র ঘোষ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, হোমনা উপজেলার আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক কাউছার আহমেদ ও এসপি জোন ম্যানেজার দেবাশিষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্ধোধনের পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।