শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২ দিনের রিমান্ডে শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১০, ২৭ এপ্রিল ২০২৪

২ দিনের রিমান্ডে শাহেদ

ফাইল ছবি

ঢাকার ডেমরায় বাসে আগুন দিয়ে হেলোরকে পুড়িয়ে হত্যা মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে দুই দিনই রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শনিবার (২৭ এপ্রিল) এ আদেশ দেয় আদালত।

এসময় হত্যা মামলার ঘটনায় শাহেদ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এসময় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। 

এর আগে গত ২৫ এপ্রিল শহরের খানপুর এলাকা থেকে শাহেদকে আটক করে ডিবি পুলিশ। ২৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ডেমরায় আছিম পরিবহনে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনায় শাহেদ সহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম।