রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জ বারে হুমায়ুন-আনোয়ার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

না.গঞ্জ বারে হুমায়ুন-আনোয়ার প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এডভোকেট সরকার হুমায়ুন কবির ও এডভোকেট এইচ এম আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এইচ এম আনোয়ার হোসেন। 

এছাড়াও সিনিয়র সহ সভাপতি এডভোকেট আজিজুল আল মামুন, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলম খান, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক শেখ আনজুম আহমেদ রিফাত, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসমা হেলেন বীথি, সমাজসেবা সম্পাদক মোঃ ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক মোজাম্মেল হক মল্লিক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন, নুরুল কাদির, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, মোহাম্মদ সুমন মিয়া।