ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নীলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এই রায় ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, রায় ঘোষণা হয়েছে। মামলায় একমাত্র আসামি ছিল সে। তার মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
এর আগে ২০২২ সালের ১ মার্চ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় ফ্ল্যাটে ডাকাতি করতে যান জোবায়ের। সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এসময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে আসামিকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে পুলিশ।