শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রুপগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১১, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:২৯, ৩ অক্টোবর ২০২৪

রুপগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহ উদ্দিন সুইট জানান, ৪ নভেম্বর ২০২২ সালে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল্লাহ ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরে নিহতের মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর সোহাগ।

তিনি জানান, মামলার শুনানি শেষে আসামি মোঃ আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলের (৩৪) মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।