শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাব্বির হত্যা : আদালতে প্রতিদিন হাজির হবেন জাকির খান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ১৮ নভেম্বর ২০২৪

সাব্বির হত্যা : আদালতে প্রতিদিন হাজির হবেন জাকির খান

জাকির খান

ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলা ছাড়া সব মামলায় জামিনে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।  তার আইনজীবীরা আরও জানিয়েছেন, উচ্চ আদালত আগামী ২৫ নভেম্বরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন। দীর্ঘ দিন পর আদালত আগামী ২৬ নভেম্বরের মধ্যে বিচারধীন কাজ সমাপ্ত করতে চেয়েছেন। ফলে দ্রুত সময়ে মধ্যে সাব্বির হত্যা মামলা রায় ঘোষনা সম্ভবনা রয়েছে। এর মাধ্যমে চলতি মাসেই জাকির খান মুক্তি পেয়ে যাচ্ছেন বলে জানান আইনজীবীরা। 

সোমবার ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় স্বাক্ষীগ্রহণে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় জাকির খানকে। পরে আদালতের কার্যক্রম শেষে তাকে ফের কারগারে পাঠানো হয়। এ সময় জাকির খানের মুক্তির দাবিতে শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে জড় হয়।  এর আগে সাব্বির হত্যা মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেন ৯নম্বর তদন্ত কর্মকর্তা নুরুল আফছার। 

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ১০ জন তদন্তকারী কর্মকর্তা মধ্যে ৯ নম্বর তদন্তকারী কর্মকর্তা নুরুল আফছার আদালতে সাক্ষ্য দিয়েছেন। উনি দুটি পত্রিকার রিপোর্ট সহ কিছু কাগজপত্র জমা দিয়েছেন। এছাড়া ১৬১ ধারায় ৯ জন সাক্ষীর জবানবন্দি নিয়েছিলেন তিনি। আসামি পক্ষ উচ্চ আদালতে জামিনের আবেদন করলে ৬ মাসের মধ্যে আদালত মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন। সেই ৬ মাসের মেয়াদ আগামী ২৫ তারিখ শেষ হয়ে যাবে। ফলে এই সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করবেন বলে আদালতের বিচারক জানিয়েছেন। সে হিসেবে আগামীকাল থেকে প্রতিদিন এই মামলার তারিখ হবে, প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। 

আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন বলেন, তদন্তকারী কর্মকর্তা নুরুল আফছার শুধুমাত্র কিছু কাগজপত্র জব্দ সহ পত্রিকার রিপোর্টের কাটিং দেখিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সময় জাকির খান দেশের বাইরে ছিল বলে তিনি আদালতে জানিয়েছেন। এই মামলার সাথে যেসব কাগজপত্রের সম্পৃক্ততা নেই সেসব তিনি দেখিয়েছেন। এছাড়া উনার সাক্ষীও যথাযথ হয়নি। তিনি ছাড়া এই মামলায় এখন পর্যন্ত ১৮ জন সাক্ষ্য দিয়েছেন, তারা কেউ জাকির খানের বিরুদ্ধে কোন তথ্য দেয়নি। 

তিনি আরও বলেন, আগামীকাল থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এই মামলার কার্যক্রম প্রতিদিন চলবে। আপনারা এরকম মামলা কবে দেখেছেন যে মামলার কার্যক্রম প্রতিদিন চলে। এটা একটা চাঞ্চল্যকর হত্যা মামলা হলেও এর সাথে আসামি জাকির খান কোনভাবে সম্পৃক্ত নয়। তার সম্পৃক্ততা না থাকার কারণে আদালত এই মামলা ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন। সেই সময় শেষ হবে আগামী ২৫ নভেম্বর। অর্থাৎ আগামী ২৬ নভেম্বরের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে বলে আমরা আশা করছি। 

স্বাক্ষী শেষে সাংবাদিকদের শেষে ব্রিফিংয়ে জাকির খানের আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেছেন, আমরা এ মাসেই জাকির খানকে বের করব। জাকির খান খালাস পেয়ে নির্দোষ হয়ে বের হবেন। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন তিনি মামলার সঠিক তদন্ত করে আনতে পারেননি। আসামি সেসময় দেশের বাইরে ছিল এটাত তিনি বলেছেন। তদন্তের সময়ও তিনি বাইরে ছিলেন। এ মামলায় আমাদের কিছু হবে না। যিনি এ মামলা করেছেন তিনি উদ্দেশ্যপ্রনোদিত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ মামলা করেছেন এটাও প্রমান হয়ে গেছে।

এর আগে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল বলেছেন, ১৮নম্বর স্বাক্ষী হিসেবে ৯নং তদন্তকারী কর্মকর্তা নুরুল আশফাক আদালতে স্বাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন, তার তদন্তকালে জাকির খান দেশে ছিলেন না। বেশি ভাগ স্বাক্ষী বলেছেন হত্যা সময়ে জাকির খানকে দেখেনি। অন্যদিকে নিহত সাব্বিরের পরিবার ছাড়া জাকির খান জড়িত এমন কেউ স্বাক্ষী দেয়নি আদালতে। উচ্চ আদালতে জাকির খানের জামিনের আবেদন করা হয়। ওই সময় আদালত আগামী ছয় মাসের মধ্যে নিস্পত্তি করার নিদের্শ দেয়া হয়। তার অনুযায়ী আগামী ২৫ নভেম্বর হয়, আজকে আদালত ২৬ নভেম্বর মধ্যে বিচারের কাজ শেষ করতে চান। ইতোমধ্যে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও আইনজীবীদের পরামর্শে প্রতিদিন জাকির খানকে আদালতে এনে স্বাক্ষীর কাজ শেষ করতে নিদের্শ দিয়েছেন। ফলে আজ মঙ্গলবার থেকে প্রতিদিন তাকে আদালতে আনা হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, আমাদের আর অল্প সময় বাকি। আজ জাকির খান সাহেব নারায়ণগঞ্জে। যারা ষরযন্ত্র করেছিল, জাকির খানকে রাজনৈতিক ভাবে উৎখাত করতে চেয়েছিল তারা আজ কোথায়? তারা বাংলাদেশের মাটিতে নেই। তারা পালিয়ে গিয়েছে। আজ যে জাকির খানকে নিচে নামাতে চেয়েছে তিনি নিজেই এক জেলা থেকে অন্য জেলায় পালিয়ে বেড়াচ্ছে। জাকির খান সকল মামলায় জামিনে আছেন। এই মামলার জামিন হলেই জাকির খান মুক্তি পাবে। আজকে আলাদতপাড়া থেকে খান ভিলা মাত্র এক কিলোমিটার। ২৬ তারিখ আমরা খান ভিলায় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো।

এদিকে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে সকাল থেকে আদালত পাড়ায় দলে দলে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী- সমর্থকরা। স্লোগানে স্লোগানে আদালতপাড়া প্রকম্পিত করে তারা। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন করিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার , যুবদল নেতা পারভেজ মল্লিক, সলিমুল্লাহ করিম সেলিম, কাশিপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ মানিক সহ প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকান্ডের পর তার বড় ভাই তৈমূর আলম বাদি হয়ে ১৭ জনকে আসামী করে ফতল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়। পরবর্তিতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।

সিআইডির এএসপি মসিহউদ্দিন দশম তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ প্রায় ৩৪ মাস তদন্ত শেষে তিনি ২০০৬ সালের ৮ জানুয়ারী আদালতে ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন। এতে মামলা থেকে সাবেক এমপি গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল, শাহীনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার দুই ভাই জিকু খান, মামুন খানসহ মোট ৮ জনকে আসামি উল্লেখ করা হয়।