রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ২১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন কারাদন্ড

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে একটি মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। 

তবে রায় ঘোষণার সময়ে আসামি হিরু আলম আদালতে অনুপস্থিত ছিলো। সে সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকার মো. আব্দুর রশিদ মন্ডলের ছেলে। বুধবার বিকেলে সাড়ে ৪টায় রায়ের এ বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরো আলম ওরফে হিরো মন্ডলকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব-১০। পরদিন এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাত জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা দেন আদালত।