বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় না.গঞ্জে আইনজীবীদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৭, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় না.গঞ্জে আইনজীবীদের বিক্ষোভ 

বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে ইস্কনের সাবেক নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের দাবীতে বিক্ষোভ চলাকালে ইস্কন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতারা বিক্ষোভ করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জের আদালতপাড়ায় এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

এসময় অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আইনজীবীরা।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।