মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামির রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:৫০, ২২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামির রিমান্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। 

তিনি জানান, আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেছিল। আদালত জামিন নামঞ্জুর করে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

এর আগে গত বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করার সময় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই বন্ধু মেহেদী হাসান খান, অমিত সাহাকে চাপা দেয় একটি প্রাইভেট কার। এসময় ঘটনাস্থলেই নিহত হন মাসুদ।

এঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে রূপগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।

এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়। পরবর্তীতে আসামিদের ডোপ টেস্ট করলে ফলাফল পজেটিভ পাওয়া যায়। 

গত শুক্রবার এ ঘটনায় নিহত মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে শুনানি শেষে তিন আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।