শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সাবেক মন্ত্রী গাজী ৩ দিনের রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৫, ৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৫, ৯ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে সাবেক মন্ত্রী গাজী ৩ দিনের রিমান্ডে 

মন্ত্রী গাজীর রিমান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে জেলা ডিবি পুলিশ। উভয়পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রূপগঞ্জে স্কুল ছাত্র রোমানকে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় জেলা ডিবি পুলিশ গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।