শনিবার, ০১ মার্চ ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৪, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫৪, ২৭ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।

দণ্ড পাওয়া নুরুল আমিন সবুজ (৫৪) সিদ্ধিরগঞ্জের নিমাইকশারী এলাকার প্রয়াত রুস্তম আলীর ছেলে।

পিপি আবুল কালাম বলেন, পারিবারিক বিরোধের জেরে ২০২১ সালের ১৪ মে নুরুল আমিন তার স্ত্রী বিবি ফাতেমাকে (৪৫) গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।

গ্রেপ্তারের পর নিহতের স্বামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম।