বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের রিমান্ড শুনানিতে ক্ষেপলেন আইনজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের রিমান্ড শুনানিতে ক্ষেপলেন আইনজীবীরা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আবেদন কম করায় আইনজীবীরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এসময় আদালতে পুলিশকে উদ্দেশ্য করে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি তাদেরকে ভৎসনা করেন আইনজীবীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূর মোহসীনের আদালতে এ মামলা ও রিমান্ডের শুনানি হয়। এর আগে পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে।

এদিকে হত্যা মামলায় মাত্র ৫ দিনের রিমান্ডের আবেদন করায় আদালতে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপস্থিত আইনজীবীরা। পরে সেখানে পুলিশকে ভৎসনা করেন তারা। এ নিয়ে আদালতে উত্তেজনা সৃষ্টি হয়।

এর প্রতিবাদ করা আইনজীবী মহানগর বিএনপির আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে অন্তত ৫ দিনের মঞ্জুর হবে। কিন্তু এখানে পুলিশ সেটি করেনি। আইনজীবীরা এতে ক্ষুব্দ হয়েছেন এবং ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।