শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাবেক পিপি ও মহানগর আ.লীগের আইন সম্পাদক খোকন আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক পিপি ও মহানগর আ.লীগের আইন সম্পাদক খোকন আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকা থেকে সাবেক পিপি ও মহানগর আওয়ামীলীগের আইন সম্পাদক ওয়াজেদ আলী খোকনকে আটক করে জেলা পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে জানিয়ে পুলিশের একটি দল তাকে আটক করে।

তিনি সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা ও জামিন আছে কিনা যাচাই বাছাই করা হচ্ছে।