বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৯, ১১ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন  

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক দাউদ হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হুমায়রা তাবাসসুম আসামি শহীদুলের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নেত্রকোণা জেলার বাসিন্দা লতিফ, রতন, আউয়াল ও বরিশাল জেলার বাসিন্দা শহীদুল। এ মামলায় শহীদুল বাদে বাকি তিন আসামি পলাতক অবস্থায় আছেন।

এর আগে ২০০৫ সালে ঢাকা থেকে সিএনজি ভাড়া করে এনে ছিনতাইয়ের উদ্দ্যেশ্যে সিএনজি চালককে হত্যা করে আসামিরা। পরবর্তীতে এঘটনায় রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, রূপগঞ্জে সিএনজি চালককে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আসামিদের। আসামিদের মধ্যে শহীদুল ইসলাম কারাগারে ও বাকিরা পলাতক অবস্থায় আছেন।