রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৯, ১৬ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব্বির হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও আনিসুর রহমান।

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ২০২১ সালের সাব্বির হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আসামিরা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছে।