
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মী আলী হোসেন হত্যা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- ফতুল্লা এলাকার বাসিন্দা আব্দুল মতিন।
নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, ফতুল্লায় একটি এটিএম বুথে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত আলী হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি আব্দুল মতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।