মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে হত্যা মামলার শুনানি শেষে মারধর, রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৭, ২৮ এপ্রিল ২০২৫

না.গঞ্জে হত্যা মামলার শুনানি শেষে মারধর, রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুদ্দিন কাদিরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে শুনানি শেষে এজলাস থেকে বের হবার সময় আইনজীবী, ছাত্র-জনতা আনিসুল হককে মারধর করেন। এসময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে আদালত এলাকা ত্যাগ করেন।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।