প্রতীকী ছবি
জাতীয় নির্বাচনের কারণে আপাতত এডহক কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি পদে আবারো নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। তবে ৬ মাস পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ জানুয়ারি) এক সভায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির এডহক কমিটিতে তাকে সভাপতি নির্বাচিত করেন। পূর্বেও এ স্কুলে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জানা যায়, গভর্নিং বডির নির্বাচন ৩০শে জানুয়ারির মধ্যে করার একটা বাধ্যবাধকতা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকার কারণে বোর্ড থেকে বলা হয়েছিলো ইলেকশন করাটা এখন সম্ভব হবে না। আপাতত কাজ চালানোর মতো একটি এডহক কমিটি করে নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে একটি কমিটির জন্য আবেদন করা হয় এবং পরবর্তীতে বোর্ড সেটার অনুমোদন দেয়। ৬ মাস পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।