বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ০১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৭, ১২ মে ২০২৪

সোনারগাঁয়ে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ০১ শতাংশ

ফাইল ছবি

এবার নারায়ণগঞ্জের সদর উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ০১ শতাংশ। এ ছাড়া ভোকেশনালে ৯৩ দশমিক ০৯ শতাংশ ও দাখিলে ৯৯ দশমিক ০৬ শতাংশ।

রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার সোনারগাঁ উপজেলায় এসএসসিতে ৪ হাজার ১৪১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৮৬ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৭৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৬ জন ও দাখিলে ৩২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩১৯ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২৪১ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৮ জন ও দাখিলে ৩৪ জন। 

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার জেলায় এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ। 

আরো পড়ুন