ফাইল ছবি
এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া ভোকেশনালে ৯০ দশমিক ৬২ শতাংশ ও দাখিলে ৬১ দশমিক ৯৭ শতাংশ।
রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।
উপজেলা ভিত্তিক ফলাফলে এবার রূপগঞ্জ উপজেলায় এসএসসিতে ৪ হাজার ৭২৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২১৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন ও দাখিলে ৭৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭১ জন।
এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৩৬৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৩৫ জন ও দাখিলে ৩০ জন।
জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার জেলায় এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।