শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

টিফিনের টাকা জমিয়ে খাবার বিতরণে গর্ভমেন্ট গার্লস স্কুলের ছাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ১০ আগস্ট ২০২৪

টিফিনের টাকা জমিয়ে খাবার বিতরণে গর্ভমেন্ট গার্লস স্কুলের ছাত্রীরা

খাবার বিতরণ

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে চলমান অস্থিরতা ও অরাজকতা প্রতিরোধে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এসময় শিক্ষার্থীদের জন্য টিফিনের টাকা জমিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছাত্র-ছাত্রীদের জন্য খাবারের ব্যাবস্থা করেছে নারায়ণগঞ্জ গর্ভমেন্ট গার্লস স্কুলের শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ আগষ্ট) শহরজুড়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করেন তারা। 

শুক্রবার সকাল থেকে শহরের  পুলিশ লাইনস, মাসদাইর,ইসদাইর, শিবু মার্কেট, ডনচেম্বার, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, কালীরবাজার, ডিআইটি, নিতাইগঞ্জ, ভিক্টোরিয়া হাসপাতাল,চাষাঢ়া, কলেজ রোড, গভর্মেন্ট গার্লস এরিয়াসহ প্রায় ২০ কিলোমিটার এরিয়ায় ঘুরে ঘুরে খাদ্য বিতরণ করেন তারা।

এছাড়াও অসুস্থ রোগী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তারা। 

স্কুলটির প্রাক্তন ছাত্রী নিলম ফাইজা প্রথমা, ফারজানা আফরিন, আরশিয়া হাসান ও মোহিনী ফাইজাসহ অন্যান্য শিক্ষার্থীরা এই খাদ্য বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।