বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৮, ১৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:২৭, ১৫ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ২০২৪ সালে এসএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুফ ফারুকী।

ফলাফলে দেখা গেছে, নারায়ণগঞ্জে এসএসসিতে পাশের হার ৭৬ দশমিক ৯৪ শতাংশ, আলিমে পাশের হার ৯৪ দশমিক ৪৯ শতাংশ ও এইচএসসিতে (ভোকেশনাল) ৮৫ দশমিক ৬৪ শতাংশ। 

জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুফ ফারুকী জানান, এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৩৪১ জন যার মধ্যে ১৭ হাজার ১৯১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৯৪৬ জন জিপিএ ৫ পেয়েছে। আলিমে মোট পরীক্ষার্থী ছিল ৮৯০ জন যার মধ্যে ৮৪১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৯১ জন জিপিএ ৫ পেয়েছে। এইচএসসিতে (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ছিল ৬২০ জন যার মধ্যে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন এবং ১৭ জন জিপিএ ৫ পেয়েছেন।

আরো পড়ুন