শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাউবি এইচএসসি পরীক্ষার-২০২৪

৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ককে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২১:৫৪, ১৮ অক্টোবর ২০২৪

৭ দিনের মধ্যে ফলাফল প্রকাশের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ককে শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধন

বাউবি এইচএসসি পরীক্ষা–২৪ এর ফলাফল আগামী ৭ দিনের মধ্যে প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৭ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা ২০২৪ ফলাফল প্রকাশ করার দাবি জানান। এছাড়াও বৈষম্য দূর করে উন্মুক্ত কে অন্য সকল বোর্ডের ন্যায় সমমান করে পরীক্ষার ফলাফল প্রকাশ করাসহ ৮ দফা দাবি জানায়।

বক্তারা বলেন, বর্তমান বাউবির ভাইস চ্যান্সেলর একজন শিক্ষার্থীবান্ধব ও সংগঠনবান্ধব ব্যক্তি। আশা করি শিক্ষার্থীদের সকল দাবি তিনি দ্রুত মেনে নিবেন।

বাউবি নারায়ণগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহ নাজমুল হাসান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, যে বাউবি কর্তৃপক্ষের কাছে চিঠি প্রদান করে শিক্ষার্থীদের দাবি–দাওয়ার বিষয়টি তুলে ধরা হবে।