মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট  বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০২, ২ নভেম্বর ২০২৪

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট  বিতরণ

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবিকধিকার বিভাগের কুইজ প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ শহরের বাপ্পি চত্বরে অবস্থিত আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবিকধিকার বিভাগের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট  বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে  প্রতিযোগিতা শেষে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।  ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ শেষে  কুইজে অংশগ্রহণ করা শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ডিরেক্টর মহাবীর পতি বলেন, তোমরা তোমাদের অর্জিত জ্ঞানের আলোকে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং একজন মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।  আমেরিকার সাবেক  প্রেসিডেন্ট জন এফ কেনেডির করা এক উক্তির বরাত দিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, প্রশ্ন করো না তোমার দেশ তোমার জন্য কি করতে পারে? তুমি নিজেকে প্রশ্ন করো তুমি তোমার দেশের জন্য কি করতে পারো? তিনি ভদ্রতা ও সম্মান বজায় রাখা প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভদ্রতা বজায় রাখতে হবে। কারণ ভালো ব্যবহার মানুষের যে কোন কর্মক্ষেত্রের অগ্রগতিকে সহজ করে দেয়।   আইন ও মানবাধিকার  বিভাগের বিভাগীয় প্রধান ড. সেলিনা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের গ্রাজুয়েটদের বিচার বিভাগে বিচারক নিয়োগ ও আইনজীবী তালিকাভুক্তিকরণের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা মূলক প্রোগ্রাম কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি  ছাত্র-ছাত্রীদের ফলাফল ভাল করার বিষয়ে তাগিদ দেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কাজী লতিফুর রেজা বলেন, পুরস্কার সবাইকে উৎসাহিত করে। নতুন দিনের খোঁজ দেয়। বিজয়ী ও বিজিত সবাইকে শুভেচ্ছা। 

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন- ২১তম ব্যাচের জুনায়েদ আহমেদ, ২২ তম ব্যাচের স্বাগতালাক্সমি দেব,২৩ তম ব্যাচের শেখ সাদী আবু রাইয়ান, ২৪ তম ব্যাচের অরবিতা হাসান,২৫তম ব্যাচের সানজিদা আক্তার শিখা,২৬ তম ব্যাচের  ইসরাত জাহান ঈশপিতা, ২৭ তম ব্যাচের তানভীর মাহমুদ অভি , ২৮ তম ব্যাচের  হাবিবা হোসেন লামিয়া,২৮ তম ব্যাচের মোহাম্মদ জুনায়েদ হাসান শান্ত, ২৯ তম ব্যাচের ফাহমিদা হক ।

অপরদিকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- প্রথম ব্যাচের  তাবাসসুম তানজিম সুস্মিতা,  ২১ তম ব্যাচের শ্রাবন্তী হালদার, ২২ তম ব্যাচের স্বাগতালাক্সমি দেব,২৩ তম ব্যাচের খন্দকার নুসরাত জাহান ঐশী, ২৪ তম ব্যাচের নিশাত তাসনিম মিম, ২৫ তম ব্যাচের মোঃ মইন ভূঁইয়া, ২৬ তম ব্যাচের মিহিরনিগার  মিথিলা, ২৭ তম ব্যাচের আতিয়া সুলতানা মাজমুমা, ২৮ তম ব্যাচের হাবিবা হোসেন  লামিয়া ও ২৮ তম ব্যাচের টিনা আক্তার।

আয়োজনে  শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ফ্যাশন ডিজাইন বিভাগের  বিভাগীয় প্রধান তানজিল মইন রনিত, বিজনেস  বিভাগের ডিন গোপাল চন্দ্র সাহা ও  বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা কম্পিউটার এবং সাইন্স বিভাগের শিক্ষক আসাদুজ্জামান, আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক, ড. এ এন এম আরিফুর রহমান, নীলাদ্রি পাইক পলাশ ও আরিয়া আলম। কুইজ প্রতিযোগিতার পরীক্ষার  কমিটিতে ছিলেন আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক  মধুরিমা গুহ নিয়োগী, আনিকা নাওয়ার  সুপা ও কেয়া দাস।