মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ছাত্র দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০১, ১৮ নভেম্বর ২০২৪

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ছাত্র দিবস উদযাপন

বিশ্ব ছাত্র দিবস উদযাপন

আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে ১৭ই নভেম্বর, ২০২৪ তারিখে প্রথমবারের মতো বিশ্ব ছাত্র দিবস উদযাপন করা হয়েছে। আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতাপূর্ণ ছিল। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত শিক্ষকমন্ডলী  ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিন্দ্র কুমার রায়, রেজিস্ট্রার সরকার হীরেন চন্দ্র, কুমুদিনি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের  বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শেখ আব্দুর রহিম, প্রক্টর কাজী লতিফুর রেজাসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের  বিভাগীয় প্রধান ড. সেলিনা আক্তার।

ড. মনিন্দ্র কুমার রায় তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং সামাজিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং ড. সেলিনা আক্তার ছাত্র-শিক্ষক সম্পর্কের যে মেলবন্ধন তা অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর শেখ আব্দুর রহিম শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করেন।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির  সমাপ্তি ঘোষণা করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ছাত্র-শিক্ষক সুসম্পর্ক, মানবাধিকার সচেতনতা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নত জীবনের পথে সহায়ক ভূমিকা পালন করবে এমন আশা ব্যক্ত করা হয়।