বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পঞ্চম শ্রেণী পাঠ সমাপনীতে উৎসবমুখর আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪১, ২৬ নভেম্বর ২০২৪

পঞ্চম শ্রেণী পাঠ সমাপনীতে উৎসবমুখর আয়োজন

শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দাস্থ বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের উৎসবমুখ’র আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুইটি সেকশনের সকল শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়, এ সময় বার্ষিক পরিক্ষায় মনযোগি হওয়ার আহবান জানান স্কুল পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক।

সোমবার ২৫ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের নির্বাহী সদস্য ও নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ডিজিএম (এডমিন)কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল। বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষিকা শাহিনা পারভীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমান উল্যাহ আমান, মোঃ আলী আকরাম তারেক ও রোমানা ইসলাম রাত্রী।
 

আরো পড়ুন