ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের বাপ্পি চত্বরে অবস্থিত আর.পি. সাহা বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের প্রথম নির্বাহী পরিষদ সেশন-২০২৪ -২০২৫ এ গঠিত হয়েছে ।
এতে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্লাবসমূহের পরিচালনা নীতিমালা - ২০২৪ ইং এর অনুচ্ছেদ ৫ অনুযায়ী আর. পি. সাহা ডিবেট ক্লাবের সদস্য (শিক্ষার্থীদের) সমন্বয়ে সভাপতি - সাধারণ সম্পাদকসহ ১৯ সদস্য রয়েছেন। ১ম-নির্বাহী পরিষদ গঠন যাদের নিয়ে হয়েছে তারা হলেন সভাপতি হিসেবে আইন বিভাগের ইসরাত আরা জেরিন ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের তানজিলা আক্তার।
সহ-সভাপতি হয়েছেন সিএসসি বিভাগের সিন্থিয়া, আইন বিভাগের নিশাত তাসনিম মিম ও ব্যবসায় প্রশাসন বিভাগের রেজওয়ানা জামান দ্বীয়া। যুগ্ম সাধারণ সম্পাদক আইন বিভাগের তামান্না আক্তার ও ফার্মেসি বিভাগের শামীমা আক্তার। সাংগঠনিক সম্পাদক আইন বিভাগের ইসরাত জাহান ইপ্সিতা, কোষাধক্ষ আইন বিভাগের মেহের নীগার মিথিলা, সহ কোষাধ্যক্ষ ব্যবসায় প্রশাসন বিভাগের মুহতাসিম ফুয়াদ হাসান। প্রচার বিষয়ক সম্পাদক আইন বিভাগের সাদিকুল হামিম নিলয়, সহ-প্রচার বিষয়ক সম্পাদক ফ্যাশন ডিজাইন বিভাগের মোঃ জুবায়ের, সহ -দপ্তর বিষয়ক সম্পাদক ব্যবসায় প্রশাসন বিভাগের আবির ও কার্যকরী সদস্য আইনি বিভাগের সুমনা আক্তার, ইংরেজি বিভাগের সোয়াদ জান্নাত, আইন বিভাগের জিয়াদ খন্দকার, আইন বিভাগের মাহাদিয়া জাহান ইশিকা ও আইন বিভাগের শাহরিন রহমান স্নেহা। সার্বিক সহযোগীতায় ছিলেন আরপিএসইউ ডিবেট ক্লাবের সম্মানিত উপদেষ্টা আইন ও মানবাধিকার বিভাগের সহকারী অধ্যাপক নিলাদ্রী পাইক।