মোঃ মনজুরুল হক
মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ মনজুরুল হক বলেছেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে জাতীয়করণ করতে হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এক সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ সরকারি শিক্ষকদের থেকে অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। এই সমস্ত বৈষম্য দূর করার জন্য বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। বেসরকারি স্কুলের শিক্ষকগণ সরকারি ট্রেনিং এর সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন কিন্তু সমাজ মানুষ গড়ার ক্ষেত্রে ওনারা একই রকম ভূমিকা রেখে যাচ্ছেন, তাই এই ক্ষেত্রে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একবারে সম্ভব না হলেও পর্যায়ক্রমে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।
মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ মহানগর শাখা আয়োজনে উক্ত সভায় দাবি সমূহ আদায়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নিযুক্ত হন মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান। এছাড়া ২৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সভাপতি ওমর ফারুক, আব্দুল জব্বার, গোলাম মোস্তফা রবিন, মইনুদ্দিন আহমেদ, হেমায়েত উদ্দিন, আব্দুল ওহাব, ফরিদ উদ্দিন,নুরুল ইসলাম প্রমুখ।