রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

|

পৌষ ২০ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নতুন বছরে শিক্ষার্থীরা পেল নতুন বই, জানবে জুলাই বিপ্লবের ইতিহাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৯, ১ জানুয়ারি ২০২৫

নতুন বছরে শিক্ষার্থীরা পেল নতুন বই, জানবে জুলাই বিপ্লবের ইতিহাস

শিক্ষার্থীদের হাতে নতুন বই

নারায়ণগঞ্জের সকল স্কুলগুলোতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের শিক্ষকরা। 

সকাল থেকে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হলেও সরবরাহ না থাকায় ৭ম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বই হাতে পাবেন ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে। 

এর মধ্যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ৩য় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী সকল বই পেয়েছেন। চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সদর উপজেলার ৫০ শতাংশ শিক্ষার্থী সকল বই পেয়েছেন বাকি উপজেলাগুলোতে পাননি। তবে এর মাঝেই তাদের হাতে বই তুলে দেয়া হবে। আর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছেন ৪টি বই। এর মাঝে আছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম ব্জানান, আমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে ৩য় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা সকল বই পেয়েছেন। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির সদর উপজেলার ৫০ শতাংশ শিক্ষার্থী বই পেলেও বাকি উপজেলাগুলোতে আজ বই পায়নি। এর মধ্যেই তাদের সকলের হাতে বই তুলে দেয়া হবে। আজ বছরের প্রথম দিনেই সকলের হাতে বই তুলে দেয়া হয়েছে পাশাপাশি আজ থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস ফারুকী জানান, আমাদের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে আমরা ৪টি বিষয়ের বই তুলে দিয়েছি আজ। বাকি বইগুলো এখনো আসেনি। এগুলো ছাপা ও অন্যান্য কাজের জন্য দেরী হচ্ছে। তবে আমরা আশা করছি ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে সকলের হাতে হাতে বই পৌছে যাবে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি বই সংশ্লিষ্ট সকল স্থানে। 

তিনি আরো জানান, আজ বছরের প্রথম দিন থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজও সভা করেছি। এর মাঝে জানুয়ারি মাসজুড়ে আমাদের খেলাধুলা, তারুণ্যের উৎসব, সাংস্কৃতিক প্রোগ্রাম চলবে। পাশাপাশি জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরা হবে শিক্ষার্থীদের কাছে। আশা করছি খুব দ্রুত এর মাঝেই আমরা সকলের হাতে নতুন বই তুলে দিতে পারবো।

আরো পড়ুন