২০২৫ পাঠ্যপুস্তক উৎসব
কুরআন ভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের লক্ষে শনিবার ১৮ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র শেরে বাংলা রোড, মাসদাইর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখার ২০২৫ পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী হাফেজ আব্দুল মোমিন, তিনি বলেন বর্তমান আধুনিক সময়ে ইসলাম শিক্ষা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। ১৯৯৯ সালের প্রিতিষ্ঠিত এই ফাউন্ডেশন তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরেও এ বছর হিফয শাখা দিয়েছে।
ধর্মীয় শিক্ষা ছাড়া জাগতিক ও পরকালীন কল্যাণ সাধিত হতে পারেনা।অভিভাবকমণ্ডলী যে প্রত্যাশা নিয়ে এই মাদ্রসায় তাদের আদরের কোমলমতি সন্তানদের দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ সেই প্রত্যাশা পূরণে সফল হবেন সেই বিশ্বাস রাখছি। অন্যান্য শাখার চেয়ে ভালো শাখায় রুপান্তরিত করার জন্য সচেষ্ট থাকবেন। পাশাপাশি অভিভাবকগণও খেয়াল রাখবেন। সকল চ্যালেঞ্জিং সময়কে ওভারকাম করার জন্য সকলেই আপ্রাণ চেষ্টা করবেন। নিশ্চয়ই আমরা ভালো কাজে সকলে পরস্পরের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শহর শাখা প্রধান ইকবাল হোসাইন, আর্দশ স্কুল শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ড্রিম ট্রাচ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো সাইদুর রহমান ফরহাদ প্রমূখ।
সমাপনী বক্তৃতায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, নারায়ণগঞ্জ শহর শাখার শাখা প্রধান জনাব ইকবাল হোসাইন বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কুরআন সুন্নাহ'র পাশাপাশি জেনারেল শিক্ষাকেও গুরত্ব দিতে হবে।
হাফেজ আবু জাফর নোমানের সঞ্চালনায় বছরের শুরুতে শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই উপহার প্রদান কালে এসময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মাহামুদুল হাসান, রিদওয়ানুল আবেদীন সহ আরো অনেকে।