শনিবার, ২৯ মার্চ ২০২৫

|

চৈত্র ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জবির ডি ইউনিটে সর্বোচ্চ নম্বর নারায়ণগঞ্জের জাকিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৭, ২৪ মার্চ ২০২৫

জবির ডি ইউনিটে সর্বোচ্চ নম্বর নারায়ণগঞ্জের জাকিয়ার

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান) অনুষদের ফল প্রকাশ হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর ৮৫ পেয়ে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পূর্বাচলের জাকিয়া আক্তার। তিনি তৃতীয় শিফটে পরীক্ষা দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাকিয়া ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনিতে ২২, লিখিত ৩৫ ও এসএসসি-এইচএসসি রেজাল্ট ভিত্তিতে ২৮ নম্বর পেয়ে অন্য সবার থেকে বেশি নম্বর পেয়েছেন।

স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয় ও আমিরজান কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়ে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন জাকিয়া। জাকিয়ার বাবা জাকির হোসেন বাচ্চু পেশায় মুদির দোকানের ব্যবসায়ী। তার মা নাসিমা বেগম গৃহিণী। তিন ভাই-বোনের মাঝে জাকিয়া সবার ছোটো।

প্রথম হওয়ার অনুভূতি জানিয়ে জাকিয়া সুলতানা বলেন, বাংলা সাহিত্য আমার অনেক প্রিয়। আমি আপাতত বাংলা বিভাগে পড়াশোনা করতে চাই। গ্র্যাজুয়েশনের পর বিসিএস ক্যাডার হতে চাই।

নিজের সাফল্যের পেছনে বড় ভাইয়ের অনুপ্রেরণার কথা জানিয়ে জাকিয়া বলেন, আমার বড় ভাইয়ের অনুপ্রেরণা আমাকে সাহস জুগিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাবিতে চান্স পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হওয়ার ইচ্ছা জানান তিনি।

প্রসঙ্গত, জবির ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি, যার মধ্যে মানবিক ১৯২টি, বাণিজ্য ৩৩টি, বিজ্ঞান ৬৯টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬টি, যার মধ্যে মানবিক ১৯৩টি, বাণিজ্য ৩২টি ও বিজ্ঞান ৭১টি আসন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।