
বিদায় সংবর্ধনা
বিদ্যা নিকেতন হাইস্কুলের এস এস সি-২০২৫ পরিক্ষার্থীদের জন্য শুভ কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ এপ্রিল মঙ্গলবার বিকালে ভুইয়ারবাগ পশ্চিম দেওভোগ বিদ্যা নিকেতনে হাইস্কুলের অডিটোরিয়ামে ২৫৬ জন শিক্ষার্থীদের ক্রেষ্ট বিতরণের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যা নিকেতনে হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাষ্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু। বিশেষ অতিথি ছিলেন ট্রাষ্টি বোর্ডের সদস্য মনির হোসেন খান ও মোয়াজ্জেম হোসেন সোহেল।
এ সময় ট্রাষ্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বিদায় অনুষ্ঠান কেবল একটি অনুষ্ঠান নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন এক অধ্যায়ের সূচনা। এ যেন এক মধুর সুরের বিদায়, যেখানে মিশে আছে শৈশব ও কৈশোরের স্মৃতির মিষ্টি সুর। এই বিশেষ দিনে শিক্ষার্থীরা তাদের অতীতের দিকে তাকায়, যেখানে রয়েছে বন্ধুদের সাথে হাসি-খুশির মুহূর্ত, শিক্ষকদের পথনির্দেশনা, জ্ঞান অর্জনের আনন্দ, পরীক্ষার ভয় এবং সাফল্যের উল্লাস যেন এক অমূল্য সম্পদের ভাণ্ডার। এই স্মৃতিগুলো হৃদয়ে নিয়ে তারা এগিয়ে যায় ভবিষ্যতের পথে, যেখানে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও নতুন চ্যালেঞ্জ তাদের অপেক্ষা করছে। বিদায় অনুষ্ঠান শুধুমাত্র বিদায় নয় এটি একটি নতুন অধ্যায় শুরু। এ যেন এক প্রজাপতির উড়ে যাওয়া, যার ডানায় রয়েছে অজানা ভবিষ্যতের রঙ।
তিনি আরও বলেন, বিদ্যা নিকেতনে হাইস্কুলের ঐহিত্য রয়েছে। প্রতি বছর এস এস সি পরিক্ষায় এই স্কুলের সবোর্চ্চ পাশে হার নিয়ে এগিয়ে রয়েছে। তোমাদের কাছে এই স্কুলের সম্মান রয়েছে। ভালো করে পড়াশুনা মাধ্যমে পরিক্ষায় এ প্লাস গোল্ডেনের আশা থাকবে। তাই বেশি বেশি লেখাপড়া মাধ্যমে সামনে দিনগুলো কাটার আহবান রইলো।