শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩৩ হাজার ১৮২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ৯ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩৩ হাজার ১৮২ শিক্ষার্থী

প্রতীকী ছবি

জেলায় চলতি বছর ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এই বছর মোট ৩৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ২৪২ জন এবং ছাত্রী ১৬ হাজার ৯৪০ জন।

আজ বুধবার বিকালে নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় মোট ৪৮টি কেন্দ্র রয়েছে। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২৮ হাজার ৪৮৭ জন, কারিগরি শিক্ষাবোর্ড থেকে একহাজার ৭২৩ জন এবং দাখিল থেকে ২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেবে। 

এদিকে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কেন্দ্রে চলাচলের ক্ষেত্র লালপতাকা দিয়ে চিহ্নিত করা হবে। এছাড়াও, স্থানীয় কোচিং সেন্টারগুলো ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুশৃঙ্খলভাবে যেন পরীক্ষা সম্পন্ন হয় সেজন্য নারায়নগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।