
সংগৃহীত
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবছর জেলার পাঁচটি উপজেলার ৪৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ৩৩ হাজার ১৮২ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়।
এসময় পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ সারি দেখা গেছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যাবস্থা নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মোট ৪৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছেন ২৮ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী। এর বাইরে কারিগরি শিক্ষাবোর্ড থেকে ১ হাজার ৭২৩ জন এবং দাখিল থেকে ২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
এদিকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
পরীক্ষা চলাকালীন সময়ে এসকল এলাকায় কোন ধরনের জটলা, মিছিল, মিটিং করা যাবে না। এসকল এলাকায় কোন অস্ত্র বহন ও সন্দেহজনক ঘোরাঘুরি করা যাবে না৷ এসকল এলাকায় শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন কোন কাজ করা যাবে না। পাশাপাশি এসকল এলাকায় কোন হর্ণ কিংবা মাইক ব্যাবহার করা যাবে না।