মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীগ্রই আসছে আফরিন  টুকটুকের "আহারে মন" 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৩

শীগ্রই আসছে আফরিন  টুকটুকের

আফরিন টুকটুক

নতুন গান নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেনকন্ঠ শিল্পী আফরিন টুকটুকের "আহারে মন"  নতুন এই গানের  ভিডিও এ্যালবাম নিয়ে বাজার আসছে খুব শীগ্রই নারায়ণগঞ্জের মেয়ে সংগীত শিল্পী  আফরিন টুকটুক ছোট বেলা থেকে গানের প্রতি ভালোবাসা  থেকেই  সংগীতের অনেক পথ পাড়ি দিয়ে এবার  নতুন গানের   ভিডিও এ্যালবাম "আহারে মন " নিয়ে   আসছেন।

নতুন এই গানটির কথা লিখেছেন ও সুর  করেছেন মশিউর রহমান জহির  ও  সংগীত   পরিচালক সজীব দাসের পরিচালনায় এবং  এ বাবুল  এর ভিডিও নির্দেশনায় সম্প্রতি ঢাকার কাছে মনোরম পরিবেশে পুর্বাচলে গানটির ভিডিও সুট শেষ হয়েছে। গানটি খুব শীগ্রই বাংলাদেশের বড় কোন মিউজিক ইন্ডাস্ট্রির ব্যানারে  প্রকাশ পাবে বলে জানিয়েছেন কন্ঠশিল্পী  আফরিন টুকটুক, গানটিতে  মডেল হিসেবেও থাকছে  কন্ঠ শিল্পী আফরিন টুকটুক'নিজেই। 

শ্রোতাদের মন জয় করে যারা শিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন তাদের মধ্যে টুকটুক অন্যতম।