প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে চলমান তাপপ্রবাহের মাঝে শনিবার নারায়ণগঞ্জের অনুভবযোগ্য তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে।
শনিবার (২৫ মে) আবহাওয়া পূর্বাভাস এপসগুলো এ তথ্য জানায়।
এ্যাপগুলোতে দেখা যায়, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে।
তবে এর মাঝেই স্বস্তির খবর জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর ও এ্যাপগুলো। এ্যাপগুলোতে দেখাচ্ছে, বিকেল থেকে রাত নাগাদ আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে।
সামনে বেশ করেকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।