শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ৬ যুবক ভারতে গ্রেফতার, ৭ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৬, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ২২:৪৯, ১৭ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের ৬ যুবক ভারতে গ্রেফতার, ৭ দিনের রিমান্ডে

গ্রেফতার

ভারতের কলকাতা থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জেরর বাসিন্দা বলে জানায় পুলিশ।

শুক্রবার রাতে গ্রিনপার্কের ওই আবাসনে তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেফতার করা হয়।

এসময়  কাছ থেকে ভারতীয় আধার কার্ড,প্যান কার্ড,ভোটার কার্ড ও বাংলাদেশের সিম কার্ড পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

গ্রিনপার্কের যে ফ্ল্যাটে তাঁরা ছিলেন, সেটি আকাশ দাস নামে এক জনের। আকাশ উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা। গোয়েন্দাদের অনুমান ওই ফ্ল্যাটের মালিক কোনও চক্রের সঙ্গে যুক্ত। সেই চক্র বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ-পত্র করিয়ে দেয়। ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্টও তৈরি করা হয়। তার পর পশ্চিম এশিয়ার কোনও দেশে পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। সে ক্ষেত্রে জন্মের প্রশংসাপত্রের ব্যবস্থা করে দেন আকাশ।