ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক ও লিংক রোডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অসহযোগ আন্দোলনের কারণে ছুটি দেয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) এসব প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের সকাল ১১ টার পর বেরিয়ে যেতে দেখা গেছে। এর আগে আন্দোলনকারীরা সকাল ১০ টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
একাধিক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক নাম না প্রকাশ করে জানান, আমাদের প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে অসহযোগ আন্দোলনের কারণে। অনেক মালিক সকাল সকাল ছুটি দিলেও কেউ কেউ ১১ টার পর ছুটি দেয়।