বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা থানায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫২, ২৫ আগস্ট ২০২৪

ফতুল্লা থানায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় আরো ৭ জনকে আসামি করা হয়েছে। 

এব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়ার মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে তৎকালিন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় দিয়েছেন।